1. Home/
  2. খেলাধুলা

রোনালদোর সেরা পাঁচেও নেই ক্রিশ্চিয়ানো!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০২ জুন ২০২০

বড় রোনালদো ছিলেন ব্রাজিলের। খেলেছেন তিনটি বিশ্বকাপের ফাইনাল। জিতেছেন দুটি বিশ্বকাপ। তার তুলনাতেই আসতে পারে না অন্য কেউ। সেই রোনালদা নাজারিও এবার তার চোখে দেখা বর্তমান সময়ের সেরা ৫ ফুটবলারের তালিকা করলেন। যেখানে তিনি রাখলেন না বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।

ব্র্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদোকে বলা হয় বর্তমান সময়ে তার ফেবারিট ৫ জন ফুটবলার বাছাই করতে। সেখানে তিনি লিওনেল মেসিকে রাখলেন এক নম্বরে। এছাড়া বিশ্বের অন্যতম সেরা হিসেবে তিনি তালিকায় ঠাঁই দিলেন লিভারপুল তারকা মোহামেদ সালাহ, রিয়াল তারকা ইডেন হ্যাজার্ড, পিএসজির দুই তারকা নেইমার এবং কাইলিয়ান এমবাপে। অথচ, এখানে নেই জুভেন্টাস তারকা রোনালদোর নাম।

এএসকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান রোনালদো বলেন, ‘অবশ্যই মেসি হচ্ছে নাম্বার ওয়ান। সে এমন এক বিরল প্রতিভা, যেটা প্রতি ২০ কি ৩০ বছর অন্তর ফুটবল বিশ্বে দেখা যেতে পারে।’

পরক্ষণেই তিনি বলেন, ‘আমি আরও পছন্দ করি মোহামেদ সালাহ, ইডেন হ্যাজার্ড, নেইমারদের খেলা দেখতে। একই সঙ্গে অবশ্যই পিএসজির কাইলিয়াম এমবাপের খেলাও দেখতে আমার ভালো লাগে।’

২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে অসাধারণ ভূমিকা রাখেন এমবাপে। ওই সময়ই রোনালদোর সঙ্গে এমবাপের তুলনা শুরু হয়। তবে ব্রাজিলিয়ান এই গ্রেট এসব তুলনায় বিশ্বাসী নন। তিনি বলেন, ‘অনেকেই বলে সে নাকি আমার মতই। বিষয়টা আসলে তেমন নয়। কারণ, তার গতি অনেক বেশি। দুর্দান্ত ফিনিশার। দুই পায়েই অসাধারণ শট নিতে পারে। তার সামনে অসাধারণ একটি ক্যারিয়ার রয়েছে। আমরা দু’জন একই ধরনের। কিন্তু আমি কখনো তুলনা পছন্দ করি না।’

আইএইচএস/