করোনা আক্রান্ত ইতালি ফুটবল দলের কোচ মানচিনি

করোনা পজিটিভ হয়েছেন ইতালি জাতীয় ফুটবল দলের কোচ রবের্তো মানচিনি। শুক্রবার দেশটির ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে ৫৫ বছর বয়সী মানচিনির কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছে।
ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, মানচিনির শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। তবে টেস্টে করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। আপাতত রোমে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন এই ফুটবল কোচ।
ফেডারেশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, করোনা থেকে সেরে উঠলে উয়েফা এবং এফআইজিসির প্রটোকল মেনে যত দ্রুত সম্ভব দলের সঙ্গে যোগদান করবেন মানচিনি।
বুধবার প্রীতি ম্যাচে এস্তোনিয়ার মুখোমুখি হবে ইতালি। এর চারদিন পর স্বাগতিক পোলান্ডের বিপক্ষে ন্যাশনস লিগের ম্যাচে মাঠে নামবে আজ্জুরিরা।
এমএমআর/এমকেএইচ