সংঘর্ষ শেষে মিরপুর ১০ নম্বরে আন্দোলনকারীদের অবস্থান
প্রায় সাড়ে ৪ ঘণ্টার সংঘর্ষ শেষে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান করছেন আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) বেলা সোয়া ১২টা থেকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিকেল পৌনে চারটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হটিয়ে ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের প্রতিরোধের মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিরপুর ১ নম্বরের দিকে চলে গেছে। একই সময়ে পুরো এলাকায় অবস্থান নেয় সেনাবাহিনী।
বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর একাধিক সাঁজোয়া যানকে ১০ নম্বর গোলচত্বরে দেখা গেছে। এছাড়া অরিজিনাল ১০ নম্বর, ইনডোর স্টেডিয়ামে সেনা সদস্যদের দেখা গেছে। তবে পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন