অভাবীরা যেখানে মেহমান, খাবার খাওয়ানো হয় ফ্রি
মাস পাঁচেক আগে ফেনীর পরশুরাম উপজেলা সড়কে খাবারের রেস্তোরাঁ খোলেন মো. আজিম উদ্দিন ভূইঞা। ব্যবসার পাশাপাশি তার রয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। মানবিক এই মানুষটির রেস্তোরাঁয় প্রথম দিন থেকেই তিনবেলা বিনামূল্যে খাবার খাওয়ানো হয় অভাবী মানুষদের। এসব মানুষের কেউ কেউ ভিক্ষাবৃত্তিতে যুক্ত থাকলেও তাদের ভিক্ষুক বলতে নারাজ আজিম উদ্দিন। তার কাছে এসব মানুষ মেহমান। খাওয়ার পর এসব মানুষ মন খুলে দোয়া করেন- এটাই তার পাওয়া।
এই মেহমানদের জন্য রয়েছে আলাদা পরিচারক। রন্ধনশালা থেকে অন্য দশজন ক্রেতার মতোই আসে তাদের খাবার। তারা যখন যা খেতে চান তাই তাদের খাওয়ানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন