করোনার কারণে সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন স্থগিত
আগামী ৪ এপ্রিল নির্ধারিত ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে কাউন্সিলের নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ডিএসইসির প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বিশ্বব্যাপী মহামারিতে পরিণত করোনাভাইরাস গত ৮ মার্চ শনাক্ত হয়েছে বাংলাদেশেও। এরপর প্রায় প্রতিদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন। মারা গেছেন একজন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন তিনজন।
এইচএ/এমকেএইচ