নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত সাংবাদিক ফরিদ আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৯ মার্চ ২০২০

নিউ ইয়র্কে বসবাসরত সাংবাদিক ফরিদ আলম গুরুতর অসুস্থ। তিনি করোনায় আক্রান্ত। বর্তমানে তিনি সেখানকার কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী আরেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদ আলম বর্তমানে এটিভি২৪ এর চিফ এডিটর হিসেবে কর্মরত রয়েছেন। এটি নিউইয়র্ক থেকে সম্প্রচারের প্রস্তুতি চলছিল। সংবাদ ও বিনোদন ভিক্তিক এ টিভির লগো উম্মোচন হয়েছে কয়েক দিন আগে।

উল্লেখ্য, এক এগারোর পর দেশে ছাড়েন সাংবাদিক ফরিদ আলম। এর আগে তিনি এনটিভির বিশেষ প্রতিনিধি ও চ্যানেল ওয়ান-এর প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। এছাড়া বাংলাবাজার পত্রিকা ও আজকের কাগজেও কাজ করেছেন তিনি।

এইচএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।