কুমিল্লায় নেয়া হচ্ছে সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯ এএম, ২৯ এপ্রিল ২০২০

দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকনকে নিজ বাড়ি কুমিল্লার মুরাদ নগরে সমাহিত করা হবে। বুধবার (২৯ এপ্রিল) সকালে তার মরদেহ নিয়ে স্বজনরা কুমিল্লার উদ্যেশে রওনা দিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রী শারমিন সুলতানা রিনা জাগো নিউজকে বলেন, হুমায়ুন কবীর খোকন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে কুমিল্লায় নিজ বাড়িতে দাফন করা হবে। সকালে তার মরাদেহ নিয়ে কুমিল্লার উদ্যেশে রওনা দেয়া হয়েছে।

তিনি বলেন, আমার স্বামীর করোনা হয়েছিলো কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার আইইডিসিআর নমুনা সংগ্রহ করেছে, আজ সেই রির্পোট দেয়ার কথা রয়েছে। তার চিকিৎসাবস্থায় হাসপাতালে স্ত্রী ও ছেলে পাশে থাকায় দুই মেয়ে ও এক ছেলেসহ সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। উত্তরার রিজেন্ট হাসপাতালের তত্ত্বাবধানে তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন। স্ত্রী ও ছেলের শরীরে করোনা সংক্রমণ হয়েছে কিনা তা পরীক্ষা করতেও আইইডিসিআর নমুনা সংগ্রহ করেছে বলে জানিয়েছেন তার স্ত্রী।

রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মারা যান সাংবাদিক হুমায়ুন কবীর খোকন। গতকাল বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। হুমায়ুন কবির খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগর। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমএইচএম/এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।