ক্র্যাবের উদ্যোগে করোনা পরীক্ষা রোববার
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ক্র্যাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের করোনা ভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।
রোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের একটি প্রতিনিধিদল ক্র্যাবের অস্থায়ী বুথে সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে শুধুমাত্র যাদের করোনাভাইরাসের উপসর্গ রয়েছে, তারা নমুনা দিতে পারবেন।
নমুনা দিতে ইচ্ছুক সদস্যদের শনিবার বিকেল ৫টার মধ্যে ০১৯১৩-১৫৩৯৩৯ নম্বরে এসএমএস বা [email protected] ঠিকানায় ই-মেইল করে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করেছে ক্র্যাব।
রেজিস্ট্রেশনে সদস্যের নাম, বর্তমান ঠিকানা, এনআইডি ও মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করতে হবে।
শুক্রবার দুপুরে ক্র্যাবের দফতর সম্পাদক শহিদুল ইসলাম রাজী এ তথ্য জানান।
এমইউ/এনএফ/জেআইএম