করোনা আক্রান্ত সাংবাদিকের সংখ্যা ১০০ ছুঁই ছুঁই

করোনায় সাংবাদিক আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছেই। মঙ্গলবার (১২ মে) পর্যন্ত ৪৬টি প্রতিষ্ঠান ৯৭ সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। দুজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৭ জন।
মঙ্গলবার ইংরেজি দ্য ডেইলি স্টার ও বেসরকারি টেলিভিশন ৭১ টিভির একজন করে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
করোনায় আক্রান্ত হয়ে মারা যান সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই সাংবাদিক হলেন দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।
এ পর্যন্ত আক্রান্ত সাংবাদিকরা হলেন-
১. ইন্ডিপেন্ডেন্ট টিভির তিনজন সংবাদকর্মী, একজন ভিডিও এডিটর এবং একজন ক্যামেরাপার্সন (সুস্থ)
২. যমুনা টিভির একজন রিপোর্টার (সুস্থ), এবং নরসিংদী প্রতিনিধি (সুস্থ)
৩. দীপ্ত টিভির ছয় সংবাদকর্মী (একজন সুস্থ)
৪. এটিএন নিউজের একজন রিপোর্টার (সুস্থ)
৫. আমাদের নতুন সময়ের একজন সংবাদকর্মী
৬. ৭১ টিভির সেন্ট্রাল ডেস্কের একেজন এবং গাজীপুর প্রতিনিধি (সুস্থ)
৭. বাংলাদেশের খবরের একজন রিপোর্টার (সুস্থ)
৮. দৈনিক সংগ্রামের একজন (সুস্থ)
৯. মাছরাঙা টিভির সাধারণ সেকশন থেকে একজন কর্মকর্তা (সুস্থ)
১০. নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক (সুস্থ)
১১. রেডিও টুডের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
১২. ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ)
১৩. চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের একজন
১৪. দৈনিক প্রথম আলোর দুইজন (সুস্থ একজন)
১৫. দৈনিক আলোকিত বাংলাদেশের একজন কর্মী এবং কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি (সুস্থ)
১৬. অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের জামালপুর প্রতিনিধি (সুস্থ)
১৭. দৈনিক আজকালের খবরের (বামনা, বরগুনা) প্রতিনিধি (সুস্থ)
১৮. নিউজ পোর্টাল বি-বার্তার একজন সংবাদকর্মী
১৯. দৈনিক ইনকিলাবের একজন সংবাদকর্মী (সুস্থ)
২০. দৈনিক জনতার একজন সংবাদকর্মী (সুস্থ)
২১. দৈনিক কালের কণ্ঠের একজন ফটোগ্রাফার
২২. এনটিভির দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান, দুজন নিউজ প্রেজেন্টার, একজন মেকআপ ম্যান, অনুষ্ঠান বিভাগের আরও তিনজনসহ মোট আক্রান্ত ১৫
২৩. দৈনিক আমার বার্তার সম্পাদক
২৪. আরটিভির চারজন সংবাদকর্মী
২৫. বাংলাভিশনের একজন রিপোর্টার
২৬. এসএ টিভির একজন সংবাদকর্মী এবং গাজীপুর প্রতিনিধি
২৭. দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন (মৃত), এবং দৈনিকটির আরও চারজন সংবাদকর্মী ও জেনারেল সেকশনের তিনজন কর্মী। সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু করোনা উপসর্গে মারা গেছেন।
২৮. যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজের একজন সাব-এডিটর
২৯. দৈনিক প্রতিদিনের সংবাদের একজন রিপোর্টার
৩০. নতুন সময় টিভির (আইপিটিভি) একজন নিউজ প্রেজেন্টার
৩১. দৈনিক দেশ রূপান্তরের ফিচার বিভাগের একজন সংবাদকর্মী
৩২. রেডিও আমারের একজন সংবাদকর্মী
৩৩. দৈনিক ইত্তেফাকের তিনজন সংবাদকর্মী, সম্পাদনা বিভাগের চারজন এবং কম্পিউটার সেকশনের ছয়জন
৩৪. দেশ টিভির একজন নিউজ প্রেজেন্টার
৩৫. বিটিভির একজন কর্মকর্তা
৩৬. ডিবিসি নিউজের একজন সংবাদকর্মী
৩৭. দৈনিক মানবজমিনের একজন সংবাদকর্মী
৩৮. এটিএন বাংলার একজন সংবাদকর্মী
৩৯. সময় টিভির দুজন সংবাদকর্মী
৪০. ডেইলি সানের দুজন সংবাদকর্মী
৪১. যায়যায়দিনের সম্পাদনা সহকারী বিভাগের একজন
৪২. ঢাকা ট্রিবিউনের জেনারেল সেকশনের একজন
৪৩. বাংলা ট্রিবিউনের সম্পাদনা সহকারী বিভাগের একজন
৪৪. একুশে টিভির একজন সংবাদকর্মী
৪৫. চ্যানেল ২৪ এর একজন সংবাদকর্মী এবং
৪৬. ডেইলি স্টারের একজন সংবাদকর্মী।
এইচএস/এএইচ/এমকেএইচ