উৎসবমুখর পরিবেশে চলছে ইআরএফের ভোট গ্রহণ
গণমাধ্যমের অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নির্বাচনের ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। এই নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনটির সদস্যরা তিনটি পদে আগামী দুই বছরের জন্য সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও চারজন কার্যকরী পরিষদের সদস্য বেছে নেবেন।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা আড়াইটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এর আগে সকাল ১০টায় ইআরএফের দ্বি-বার্ষিক সাধারণ সভা (বিজিএম) ২০২০ অনুষ্ঠিত হয়।
এবার ইআরএফ নির্বাচনে সভাপতি পদে লড়ছেন অনলাইন বিজনেস পোর্টাল অর্থসূচক ডটকমের সম্পাদক জিয়াউর রহমান ও টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের নিউজ এডিটর শারমীন রিনভী।
দ্বি-বার্ষিক এই পরিষদের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন হাসান আরিফ ও কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম। আর কার্যকরী সদস্য পদে লড়ছেন ৬ জন। তাদের মধ্যে চারজন নির্বাচিত হবেন।
সদস্য পদের প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন- বদিউল আলম, সিরাজুল ইসলাম কাদির, সুনীতি কুমার বিশ্বাস, সৈয়দ শাহনেওয়াজ করিম, আজিজুর রহমান রিপন ও রহিম শেখ।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং মনিরুজ্জামান টিপু। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৩৮ জন।
এদিকে, সহ-সভাপতি পদে শফিকুল আলম, সাধারণ সম্পাদক পদে এম রাশেদুল ইসলাম এবং অর্থ-সম্পাদক পদে রেজাউল হক কৌশিক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এসআই/এসএস/পিআর