গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে গণমাধ্যমকে শক্তিশালী করতে চায় সরকার

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, গণতন্ত্র, গণমানুষ ও গণমাধ্যম অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত। এর যেকোনো একটি ক্ষতিগ্রস্ত হলে অপরগুলোও অক্ষত থাকতে পারে না। তাই বর্তমান সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে গণমাধ্যমকে শক্তিশালী করতে সচেষ্ট।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘দৈনিক জনতার আদালত’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমকেও মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জনমত সৃষ্টিতে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে আর বিশ্ব অবাক বিস্ময়ে এ উন্নতি অবলোকন করছে। যখন মাথা পিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন সামাজিক অগ্রগতির সূচকে প্রতিবেশী দেশসমূহকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে ঠিক তখন ৭১-এর পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশের এগিয়ে যাবার পথকে রুদ্ধ করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এই অপশক্তির মুখোশ উন্মোচন করতে, অপপ্রচারের জবাব দিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। কারণ গণমাধ্যম হলো দেশ ও সমাজের আয়না।
পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স.ম গোলাম কিবরিয়া, কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষক লীগ সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।
এসএম/এআরএ/এমকেএইচ