টিকা নিতে আগ্রহী সদস্যদের তথ্য চেয়েছে ডিআরইউ

প্রথম ধাপে করোনার টিকা নিতে আগ্রহী সদস্যদের কাছ থেকে তথ্য চেয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আগ্রহী সদস্যদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রতিষ্ঠানের নাম ও বয়স রোববার (২৪ জানুয়ারি) রাত ৮টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে সরাসরি অথবা [email protected] ঠিকানায় ইমেইল করার অনুরোধ করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) ডিআরইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপেই ডিআরইউ সদস্যরা টিকা গ্রহণের সুযোগ পাবেন।
উল্লেখ্য, আগামী ২৬ জানুয়ারি থেকে অ্যাপসের মাধ্যমে করোনা টিকার রেজিস্ট্রেশন শুরু হবে।
এইচএস/ইএ