সাংবাদিক সুমন আফসারের বাবার মৃত্যুতে ডিআরইউ’র শোক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক বণিক বার্তার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক এস এম আফসারুল ইসলামের (সুমন আফসার) বাবা বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়। কয়েকদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) জানাজা শেষে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সুমন আফসারের বাবার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইএআর/এমএসএইচ