সাংবাদিক ওসমানুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মো. ওসমানুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। দুর্ঘটনা কবলিত হয়ে চট্টগ্রাম নগরীর সেন্টার পয়েন্ট হাসপাতালে সাতদিন কোমায় থাকার পর ২০০৫ সালের ৩ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দৈনিক ইত্তেফাকে সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন ওসমানুল হক। আর ছাত্রজীবন থেকেই ছিলেন রাজনীতি সচেতন। এরই ধারাবাহিকতায় ষাটের দশকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
পরে মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে অস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করে দেশে ফিরে বৃহত্তর সাতকানিয়ার (সাতকানিয়া-লোহাগাড়া) ডেপুটি কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন। পরবর্তীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও যুবলীগের যুগ্ম সম্পাদক, সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এবং সাতকানিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি।
দৈনিক আজাদীতে কর্মরত অবস্থায় তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ওসমানুল হকের মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
এমআরআর/এমএস