বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম
‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিম। সোমবার (৩০ মে) সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সিটিতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ও বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ এর জুরি বোর্ডের প্রধান অধ্যাপক ড. গোলাম রহমানসহ অনুষ্ঠানের অতিথিরা এ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন। এসময় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর উপস্থিত ছিলেন।
পুরস্কার হিসেবে জসিম পেলেন দুই লাখ ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ।
সালাহ উদ্দিন জসিমসহ টেলিভিশন, প্রিন্ট ও অনলাইনের ৯ জন রিপোর্টারকে মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি এবং নারী ও শিশু ক্যাটাগরিতে তাদের অনুসন্ধানী প্রতিবেদনের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। আলোকচিত্র ও ভিডিওচিত্রের জন্য দুজন সাংবাদিককেও দেওয়া হয় এ অ্যাওয়ার্ড। এছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জেলাভিত্তিক ৬৪ জন সাংবাদিককে দেওয়া হয় সম্মাননা।
সালাহ উদ্দিন জসিম স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি কবরের সন্ধানে ৫০ বছর শীর্ষক প্রতিবেদনের জন্য এ স্বীকৃতি পেলেন। প্রতিবেদনটিতে একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়া, বাবার কবরের সন্ধানে সন্তানের আকুতি ও দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর চিত্র উঠে এসেছে।
মুহাম্মদ সালাহ উদ্দিন (সালাহ উদ্দিন জসিম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৩ সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতা পেশায় যুক্ত হলেও স্কুল ও কলেজ জীবন থেকেই লেখালেখি করতেন। স্মারকগ্রন্থ প্রকাশ ও পত্রিকার পাঠকের কলাম দিয়ে তার লেখালেখির হাতেখড়ি। নেশা থেকেই এক সময় পেশা হয়ে যায় সাংবাদিকতা। অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের আগে তিনি দৈনিক যুগান্তর, বাংলানিউজ২৪.কম, দৈনিক খোলা কাগজ, পরিবর্তন ডটকম ও ঢাকাটাইমস২৪.কম-এ সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন।
রাজনৈতিক রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করলেও প্রশাসন, শিক্ষা, ক্রাইম, নারী ও শিশু, স্বাস্থ্য, মানবাধিকার ও ধর্ম বিটে কাজ করেছেন।
পেশাগত কাজে তিনি সৌদি আরব, মালয়েশিয়া ও থাইল্যান্ড ভ্রমণ করেছেন।
সালাহ উদ্দিন জসিম ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। একাধারে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য। তিনি কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি জার্নালিস্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।
এসইউজে/এএসএ/এএসএম