সাংবাদিক রায়হান চৌধুরীর মৃত্যুতে ডিআরইউর শোক

সংগঠনের স্থায়ী সদস্য ও ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিজনেস এডিটর রায়হাম এম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানী কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন রায়হান এম চৌধুরী। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গণমাধ্যমে পাঠানো ডিআরইউর এক শোক বার্তায় বলা হয়, রায়হান এম চৌধুরীর মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে বিকেলে রায়হান এম চৌধুরীর জানাজা শেষে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এনএইচ/জেএইচ/জেআইএম