সাংবাদিক হামিদুল হক বিপ্লব মারা গেছেন

বিবার্তা২৪ডটনেটের সাব-এডিটর হামিদুল হক বিপ্লব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৩ অক্টোবর) রাত ৯টা ১০মিনিটে স্ট্রোক করে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সর্বশেষ শুক্রবার (২১ অক্টোবর) অফিস করেন তিনি। শনিবার দুপুরে ১টা ৩৮মিনিটে বিবার্তা গ্রুপে নিজের অসুস্থতা কথা জানান বিপ্লব। তারপর আর অফিসে ফেরেননি।
তার মৃত্যুতে বিবার্তা পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিবার্তার সম্পাদক বাণী ইয়াসমিন হাসি।
তিনি বলেন, সাংবাদিক বিপ্লব বিবার্তায় দীর্ঘদিন সফলতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। হঠাৎ করে এভাবে তার চলে যাওয়া মেনে নেওয়া খুবই কষ্টকর। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং পরিবার-পরিজনদের এ শোক সহ্য করবার ক্ষমতা দেন। সেই দোয়া করি।
উত্তরবঙ্গের কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ দফাদার পাড়ার বাসিন্দা ছিলেন তিনি। দুই সপ্তাহ আগে ছেলের বাবা হয়েছিলেন বিপ্লব। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এইচএস/আরএডি/এএসএম