বাবা হারালেন জাগো নিউজের ইকবাল হোসেন
জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) ইকবাল হোসেনের বাবা ফোরক আহমদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
রোববার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফোরক আহমদ চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা পেঠান মুন্সির বাড়ির মরহুম এজাহার মিয়ার সন্তান।
আরও পড়ুন
আজ বাদ আছর স্থানীয় হেলাল মোল্লা জামে মসজিদ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা বলে পরিবার সূত্রে জানা গেছে।
ইকবাল হোসেনের বাবার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে জাগো নিউজ পরিবার। জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল হক এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এএজেড/বিএ/এমএস