সাতকানিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০২ অক্টোবর ২০২৪
সাতকানিয়া প্রেসক্লাবের আহ্বায়ক শহীদুল ইসলাম বাবর, যুগ্ম আহ্বায়ক মনজুর আলম ও সদস্য সচিব হারুন অর রশিদ।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে সাতকানিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে দৈনিক আমার দেশ ও এনটিভি প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মনজুর আলমকে যুগ্ম আহ্বায়ক ও জিটিভি প্রতিনিধি হারুন অর রশিদকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটি দ্রুততম সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়ন ছাড়াও উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিদের নিয়ে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার কেরানীহাটে সাতকানিয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক প্রথম আলো প্রতিনিধি মামুন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সাতকানিয়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন সিনিয়র সদস্য আলোচনায় অংশ নেন।

এমএমএআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।