Jago News logo
Banglalink
ঢাকা, মঙ্গলবার, ২৭ জুন ২০১৭ | ১৩ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ

ভারী বর্ষণ হতে পারে


জাগো নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২১ এপ্রিল ২০১৭, শুক্রবার
ভারী বর্ষণ হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার এই পূর্বাভাস শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

শুক্রবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৩২ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ২৩ মিনিটে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও সাতক্ষীরায় ৩৩.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সূত্র: আবহাওয়া অধিদফতর।

এনএফ/এমএস

আপনার মন্তব্য লিখুন...

Jagojobs