মোহাম্মদপুরে ৬ প্রতিষ্ঠানকে ভোক্তা আইনে জরিমানা

ভোক্তা আইন অমান্য করায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার ছয় প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে হোটেল, কাবাব হাউস, কনফেকশনারি, পেস্ট্রি শপ ও ফাস্টফুডকে জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাহজাহান রোডের ইষ্টিকুটুম কনফেকশনারিকে পাঁচ হাজার টাকা, জেনেভা ক্যাম্পের মোস্তাকিম কাবাব অ্যান্ড স্যুপকে ৩৫ হাজার টাকা, তাজমহল রোডের কাঁশবন রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা, ওয়েল ফুডকে ১০ হাজার টাকা, প্রিমিয়ার সুইটসকে ৪৬ ধারায় ৩০ হাজার টাকা, অ্যারাবিয়ান সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। এ সময় সার্বিক সহায়তা করেন এপিবিএন ০১ এবং ১১ এর সদস্যরা।
এসআই/বিএ