মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে বনফুল-বোম্বে কনফেকশনারি

মেয়াদোত্তীর্ণ পাউরুটি, বিস্কুট, কেক রাখায় ও বিক্রির অপরাধে পুরান ঢাকার চকবাজারের বনফুল ও বোম্বে কনফেকশনারিকে জরিমানা করা হয়েছে।
সোমবার রাজধানীর চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযানে সার্বিক তত্ত্বাবধায়ন করেন অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও ইন্দ্রানী রায়।
আব্দুল জব্বার মণ্ডল বলেন, চকবাজার এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় পাউরুটি, বিস্কুট, কেক ইত্যাদির প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি না থাকা, মেয়াদোত্তীর্ণ কেক বিক্রয়ের উদ্দেশে সংরক্ষণের অপরাধে বনফুলকে ১০ হাজার টাকা, বোম্বে কনফেকশনারীকে ১০ হাজার টাকাসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তদারকি কাজে সার্বিক সহযোগিতা করেন চকবাজার থানা পুলিশ সদস্যরা।
এসআই/জেএইচ/এমএস