চীন ফেরতদের আশকোনায় রাখা হবে ১৪ দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বাংলাদেশিদের ঢাকায় আনার পর আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিন রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেনে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা চীন থেকে আসলে স্বজনরা তাদেরকে দেখার জন্য ব্যাকুল হবেন। কিন্তু আমি তাদের অনুরোধ করব, তারা যেন ব্যাকুল না হন। আমরা তাদের সময়মতো সব খবর দেব। সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। আমাদের আর্মি এবং পুলিশ সব বিষয়ে দেখাশোনা করবে যেন কোনো বিশৃঙ্খলা না হয়।’

তিনি জানান, ‘সরকারের আহ্বানে সাড়া দিয়ে চীনের উহান থেকে শিক্ষার্থীসহ ৩৬১ জন বাংলাদেশে আসার জন্য রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে ১৮ শিশুসহ ১৯টি পরিবার রয়েছে। গত রাতে চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে ক্লিলিয়ারেন্স দিয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয়েছে।’

তবে এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, চীনের মধ্যাঞ্চলের উহান শহর থেকে ৩৪১ জন বাংলাদেশিকে আজ রাতে ফিরিয়ে আনা হবে।

জাহিদ মালেক জানান, ‘চীনের উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে আজ রাতে দেশে ফিরবে ৩৬১ বাংলাদেশি। চীন থেকে আসা বাংলাদেশিদের আশকোনা হজ ক্যাম্পে রাখা হবে। এরই মধ্যে হজ ক্যাম্পে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।’

এইউএ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।