করোনাভাইরাস ইস্যুতে হ্যাকারদের থেকে সাবধান থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাসের নাম ব্যবহার করে সাইবার আক্রমণ চালাচ্ছে হ্যাকাররা। এজন্য করোনাভাইরাস-সংক্রান্ত বিষয়ে অনলাইন মাধ্যমে হ্যাকারদের থেকে দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

রোববার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মহিউদ্দিন আহমেদ বলেন, 'সারা বিশ্বে যখন করোনাভাইরাস আতঙ্ক, সেই সময় একশ্রেণির সাইবার অপরাধী করোনাভাইরাস-সংক্রান্ত তথ্য-উপাত্ত সমৃদ্ধ ম্যালওয়ার দিয়ে হ্যাক করে সর্বস্বান্ত করছে মানুষকে। সাম্প্রতিক সময়ে বিশ্ববিখ্যাত সাময়িকী ফোর্বস তাদের এক নিজস্ব প্রতিবেদনে বলেছে, ২২টি দেশে করোনাভাইরাস নাম ব্যবহার করে সাইবার আক্রমণ চালাচ্ছে হ্যাকাররা। এই অপরাধীরা ফিশিং ক্যাম্পেইনও করছে।'

তিনি বলেন, 'তারা (হ্যাকাররা) বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যবহারকারীদের সচেতনতার কথা বলে মেইল পাঠায়। তাদের মেইল খুললেই ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক হয়। এছাড়া বিভিন্ন ডকুমেন্ট পাঠানোর নাম করে ম্যালওয়ার পাঠাচ্ছে অপরাধীরা। যদিও এখন পর্যন্ত বাংলাদেশে হ্যাকারদের এমন তৎপরতার খবর পাওয়া যায়নি। তবে আগেভাগেই এ বিষয়ে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করলে ও জনসচেতনতা তৈরি করলে হ্যাকারদের কাছ থেকে রক্ষা পাওয়া সম্ভব।'

তিনি আরও বলেন, 'ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতি আমাদের অনুরোধ অপ্রয়োজনীয় অচেনা লিংকে ক্লিক করবেন না। করোনাভাইরাস নিয়ে কোনো গুজবে কান না দিয়ে আইইডিসিআরের সহায়তা গ্রহণ করুন। তাছাড়া যেকোনো সংকটে ৩৩৩ বা ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা নিন।'

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। এরপর থেকে চীনে মহামারি আকার ধারণ করে এ ভাইরাস। এখন পর্যন্ত অন্তত ৮০৩ জনের প্রাণহানি  ঘটেছে। প্রাণঘাতী এ ভাইরাসে ৩৪ হাজার ৮০০ মানুষ আক্রান্ত হয়েছে।

এএস/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।