করোনা আক্রান্ত দেশে ফ্লাইট বন্ধের পরিকল্পনা নেই সরকারের
করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর সঙ্গে ফ্লাইট বাতিলে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার সচিবালয়ে চীনের করোনাভাইরাস পরীক্ষার কিট হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, আক্রান্ত দেশগুলোর সঙ্গে ফ্লাইট বাতিলের কোনো চিন্তা-ভাবনা আছে কি না- জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর সঙ্গে ফ্লাইট বাতিলের কোনো পরিকল্পনা নেই। ট্যুরিজম ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকরা নিজেরাই চলাচল অনেকাংশে কমিয়ে দিয়েছে। কাজেই বন্ধ করার কোনো পরিকল্পনা আমরা এখনও নেইনি।’
মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রায় ৩০টি দেশে করোনাভাইরাস চলে গেছে। করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৭৯ হাজারের মতো, চীনসহ অন্যান্য দেশে মৃত্যুবরণ করেছে ২ হাজার ৬১৮ জন।’
‘আমাদের দেশে ৩ লাখেরও বেশি লোককে আমরা পরীক্ষা করেছি, যারা আকাশ, ল্যান্ড, সি পোর্টসহ বিভিন্নভাবে এসেছে। একটি সুখবর হলো, আমাদের দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের রোগী আমরা পাইনি। আমরা সব ব্যবস্থা নিয়ে রেখেছি। পরীক্ষা করার জন্য সব ব্যবস্থা আছে। চিকিৎসা দেয়ারও ব্যবস্থা আছে।’
জাহিদ মালেক বলেন, ‘ভালো খবর হলো চায়নাতেও আক্রান্তের (করোনাভাইরাস) সংখ্যা কমে যাচ্ছে। আগে আড়াই হাজার ছিল, এখন ৪০০-এরও নিচে নেমে এসেছে। মৃত্যুর সংখ্যা এখনও বাড়তি আছে। আরেকটি দুঃসংবাদ হলো, নতুন দেশে আক্রান্ত হয়েছে- মধ্যপ্রাচ্যে, কুয়েতে, ইরানে, ইরাকে দেখা দিয়েছে।’
করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সব হাসপাতালেই কোয়ারেন্টাইন ওয়ার্ড করা আছে।’
তিনি বলেন, ‘এক কথায় বলতে গেলে আমরা মোটামুটি প্রস্তুত আছি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস হলে কী হবে ওই বিষয়টি ব্যাপকভাবে চিন্তা না করে, আমাদের চেষ্টা করা উচিত যাতে করোনাভাইরাস দেশে না আসে। করোনাভাইরাস যাতে আমরা ঠেকাতে পারি। আমাদের দেশের বাইরে থাকুক- এটি চেষ্টা করাটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।’
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সাবরিনা ফ্লোরাসহ অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরএমএম/জেডএ/জেআইএম