চার দেশের অন-অ্যারাইভাল ভিসা বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৫ পিএম, ০৪ মার্চ ২০২০
অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা, ফাইল ছবি।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে চারটি দেশের অন-অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশ চারটি হলো- চীন, দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি।

এছাড়া এসব দেশসহ যেসব দেশে করোনা সংক্রমণ ঘটেছে সেসব দেশ থেকে আগত দেশি-বিদেশি সকল যাত্রীকে ১৪ দিন স্বেচ্ছা (গৃহ) কোয়ারেন্টাইনে থাকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সভাকক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ইতালিতে এক প্রবাসী বাংলাদেশি করোনা আক্রান্ত

ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, ইতালিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমরা অবগত হয়েছি যে, মিলানে এক প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার লক্ষণগুলো মৃদু, তিনি নিজ গৃহেই চিকিৎসাধীন আছেন।

অন্যান্য দেশে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য পরিস্থিতি

সিঙ্গাপুর, আরব আমিরাত ও ইতালি ছাড়া অন্য কোনো দেশে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়নি। ভারতে উহানফেরত ২৩ বাংলাদেশি নাগরিক দিল্লি শহর থেকে ৪০ মাইল দূরে একটি স্থানে কোয়ারেন্টাইনে আছেন।

বাংলাদেশ পরিস্থিতি

আইইডিসিআরের ভাইরোলজি ল্যাবরেটরিতে সন্দেহজনক করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা করে এ যাবৎ কারও নমুনাতে লক্ষণ পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদফতরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালনায় আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দরে বিদেশ থেকে আগত সকল যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

চীনা দূতাবাসের উপপ্রধানের সঙ্গে আলোচনা

বাংলাদেশে চীন দূতাবাসের উপপ্রধান ইয়ান হুয়ালং আইইডিসিআর পরিচালক প্রফেসর মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে সাক্ষাৎ করেন আজ। তারা কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ ও চীনের পরিস্থিতি পর্যালোচনা করে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।