করোনাভাইরাস কোনো আতঙ্ক নয় : নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১০ মার্চ ২০২০
ফাইল ছবি

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে স্থল, নৌ ও বিমান যে-পথই হোক না কেন, সরকার ব্যবস্থা নিচ্ছে। স্বাস্থ্যগত পরীক্ষা করে পদক্ষেপ নেয়া হচ্ছে। এ ক্ষেত্রে কোনো আতঙ্ক নয়।

তিনি বলেন, করোনাভাইরাসের বিষয়ে কোনো তথ্য গোপন করা হচ্ছে না। গণমাধ্যমকে সবকিছু জানানো হচ্ছে। মংলা বন্দরে আগত জাহাজে করোনাভাইরাস সন্দেহে পর্যবেক্ষণে থাকা তিনজনের দেহে কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই জাহাজটি ছেড়ে দেয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরে আগত একটি জাহাজে ইউক্রেনের এক নাগরিক হৃদরোগে মারা গেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কদমতলী থানাধীন মুন্সিখোলা ঘাটে ছয়টি ভারি জেটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলো ঢাকার প্রাণ। এগুলোর পরিবেশ ফেরানোর মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করা হচ্ছে। ঢাকার চারপাশের নদীসহ দেশের অন্যান্য নদীর দখল ও দূষণরোধে প্রধানমন্ত্রী ‘টাস্কফোর্স’ গঠন করেছেন। পাশাপাশি নৌ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকার চারপাশের নদীর দখল ও দূষণরোধে কাজ করছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদীর তীরে জেটিগুলো নির্মিত হলে নৌপথে পরিকল্পিতভাবে পণ্য উঠনামা করা যাবে। নদীর তীর দখলরোধে নির্মিত ওয়াকওয়ে (পায়ে হাঁটার পথ) ক্ষতিগ্রস্ত হবে না, নদীর তীর দখল ও দূষণ বন্ধ হবে। নদীর তীর দখল ও দূষণরোধে ঢাকাবাসী আমাদের সঙ্গে থাকবেন। এ ক্ষেত্রে গণমাধ্যম আমাদেরকে সহযোগিতা করছে।

প্রতিমন্ত্রী বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে ১০ হাজারের বেশি সীমানা পিলার স্থাপনের কাজ চলমান রয়েছে। এগুলোর মধ্যে তিন হাজার সীমানা পিলার দৃশ্যমান হয়েছে। শেখ হাসিনার সরকার নদী রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। এ সংগ্রামে আমরা বিজয়ী হবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, বিআইডব্লিউটিএয়ের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, প্রকল্প পরিচালক নুরুল আলম প্রমুখ।

এইউএ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।