করোনাভাইরাস : সাবধানে চলাফেরার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১০ মার্চ ২০২০

করোনাভাইরাস থেকে নিরাপদে থাকতে সবাইকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ পরামর্শ দেন।

একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ পরামর্শের কথা এক প্রশ্নের জবাবে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

pm

একনেকে প্রধানমন্ত্রী করোনাভাইরাস নিয়ে কোনো কথা বলেছেন কি না- জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নতুন করে করোনা নিয়ে আলাদা কিছু বলা হয়নি। এটা আজকের কোনো এজেন্ডা (আলোচ্যসূচি) নয়। তবে যেহেতু উনি (প্রধানমন্ত্রী) সরকারপ্রধান, তিনি আমাদের বলেছেন, আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন।’

তিনি বলেন, ‘অল সিনিয়র অফিসার ওয়ার দেয়ার (জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে ছিলেন)। মন্ত্রীরা ছিলেন। কথায় কথায় এসেছে। আলোচনা তো গতকালকে (৯ মার্চ) মন্ত্রিসভায় হয়ে গেছে। কেবিনেট সেক্রেটারি আপনাদের বলেছেন। এর বাইরে নতুন কিছু নয়।’

pm

আজকের একনেক সভায় ৭টি মন্ত্রণালয়ের ৯ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

পিডি/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।