করোনায় বন্ধ হচ্ছে ঢাকা-কলকাতা বাস সার্ভিসও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১২ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে সড়ক পথে ঢাকা-কলকাতা রুটে বাস চলাচলও বন্ধ হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ভারত সরকার ১৩ মার্চ থেকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রবেশে নিষেধাজ্ঞা থাকলে যাত্রীও থাকবে না, যে কারণে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক রুটে বাস চলাচল করা পরিবহন মালিকরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শ্যামলী এন আর পরিবহনের মালিক শুভঙ্কর ঘোষ বলেন, শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টার পর থেকে প্যাসেঞ্জারসহ আর কোনো বাস ভারতের বর্ডার ক্রস করতে পারবে না। যে কারণে গাড়ি বন্ধ রাখতে হচ্ছে। ফলে বৃহস্পতিবার রাতেই কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে শেষ টিপ।

তিনি আরও বলেন, ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলিগুড়ি রুটের সব বাস এর আওতায় থাকবে। যেসব যাত্রীরা ১২ মার্চের পরে অগ্রিম টিকিট কেটেছিলেন তারা চাইলে কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।

তবে সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল জাগো নিউজকে বলেন, এটা আসলে আমাদের কোনো সিদ্ধান্ত নয়। ভারত সরকারের সিদ্ধান্ত। আমরা বন্ধ করে দিচ্ছি ব্যাপারটা সে রকম নয়। ভারতে ঢুকতে না পারলে যাত্রীরাও যেতে চাইবেন না। ভারত সরকারের নিষেধাজ্ঞার বিষয়টি যাত্রী সাধারণদের জানানো হচ্ছে।

জেইউ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।