করোনা নিয়ে ফেসবুকে আতঙ্ক ছড়ানোয় প্রকৌশলী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৬ পিএম, ১৩ মার্চ ২০২০

ফেসবুকে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালীতে এ বি এম রেজা নামে এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তিনি জানান, প্রকৌশলী এ বি এম রেজা তার ফেসবুক একাউন্ট থেকে ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ উল্লেখ করে শুক্রবার একটি পোস্ট করেন। কিন্তু শত জানার চেষ্টা করেও করোনা আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি।

‘তার ওই পোস্ট নিয়ে স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে’,- যোগ করেন ওসি।

সাতকানিয়া পৌরসভায় দায়িত্ব পালন করা এই উপ-সহকারী প্রকৌশলী পুলিশকে বলেছেন, লোকমুখে শুনে তিনি ফেসবুকে ওই পোস্ট করেন।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।