হাটহাজারীর নাঙ্গলমোড়ায় মুনিরীয়া যুব তবলীগের মাহফিল
চট্টগ্রামের হাটহাজারীর দক্ষিণ নাঙ্গলমোড়া ছৈয়দ ছদর উদ্দীন খলিফা জামে মসজিদ ময়দানে পবিত্র মিরাজুন্নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) মাহফিলের আয়োজন করেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৭নং নাঙ্গলমোড়া ও ২৭নং ছিপাতলী শাখা। মাহফিলে ১৪৭নং নাঙ্গলমোড়া শাখার উপদেষ্টা হযরতুলহাজ মাওলানা মুহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা মুহাম্ম এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দীন আহমদী, মাওলানা মুহাম্মদ শাহেদুল হক, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী, মাওলানা মুহাম্মদ মির কাসেম, মাওলানা মুহাম্মদ আবুল কাসেম, মাওলানা মুহাম্মদ জহুরুল হক, ডা. মুহাম্মদ আবুল কাসেম তালুকদার, ডা. মুহাম্মদ আজম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইকবাল হোসেন তালুকদার, হাফেজ মুহাম্মদ মহিনউদ্দীন আরিফ, মুহাম্মদ আব্দুল হামিদসহ ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
পরে মিলাদ-ক্বিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহ্র সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এমআরএম/এমএস