করোনা মুক্তির সনদ নিয়ে ঢাকায় ৩৪ চীনা নাগরিকসহ ১০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাস মুক্তির সনদ নিয়ে ৩৪ চীনা নাগরিক ও ১০ বাংলাদেশি ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান।

সোমবার ভোরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে পৌঁছান বলে তিনি জানান।

বিমানবন্দরের এ পরিচালক জানান, সকালে যারা চীন থেকে দেশে ফিরেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘তারা সবাই চীনেও হোম কোয়ারেন্টাইনে ছিলেন, বাংলাদেশেও থাকতে হবে।’

দেশে বিশেষ করে, বিদেশফেরত সবাইকে ঘরে বা স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকতে বলছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু কোয়ারেন্টাইনে থাকার সময় আপনার কী করা উচিত? সেইসঙ্গে আপনার পরিবারের অন্য সদস্যদের কী করণীয় থাকবে? তা জানিয়ে কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার সরকারের এক তথ্য বিবরণীতে ওই নির্দেশনার কথা জানানো হয়।

এআর/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।