চট্টগ্রামে ওমরাফেরত ৬০ জন হোম কোয়ারেন্টাইনে
নভেল করোনাভাইরাসের কারণে বর্তমানে চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯১ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৬০ জনকে। এরা সবাই ওমরাফেরত যাত্রী। বুধবার সকালে তিনি জাগো নিউজকে এ তথ্য জানান।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরে রাব্বী মিয়া বলেন, ‘গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর আগে চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে ছিল ৩১ জন।’
সিভিল সার্জন বলেন, ‘ নতুন করে যে ৬০ জন হোম কোয়ারেন্টাইনে তারা গতকাল রাতে সৌদি আরব থেকে ফিরেছে। ওমরা করতে তারা সেখানে গিয়েছিল।’
চট্টগ্রামে সবচেয়ে বেশি ইতালিফেরত প্রবাসী বেশি। সে কারণে চট্টগ্রামকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে বলে জানান তিনি।
আবু আজাদ/জেএইচ/জেআইএম