করোনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিভাগীয় পর্যায়ে কমিটি
করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
বিভাগীয় পর্যায়ের এই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার। কমিটিতে ১২ জন সদস্য রয়েছেন। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে অন্তর্ভুক্ত করে কমিটির অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটিতে উপ-মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার পরিচালক, বিভাগীয় শহরের জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক, প্রাথমিক শিক্ষা বিভাগীয় পরিচালক, তথ্য ও গণযোগাযোগ অধিদফতরের উপ-পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক, প্রাণিসম্পদের বিভাগীয় উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা পরিচালক রয়েছেন। এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)।
বিভাগীয় কমিটি করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন করবে। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনে কোয়ারেন্টাইনসহ আর্থিক ও লজিস্টিক সহায়তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জাতীয় কমিটির পরামর্শ গ্রহণ করবে এই কমিটি। কমিটি প্রয়োজনবোধে সদস্য কো-অপ্টসহ (অন্তর্ভুক্ত) সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আরএমএম/এসআর/এমএস