করোনা : বাংলাদেশ থেকে ফিরতে বাধা নেই ভারতীয়দের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১৮ মার্চ ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাদের ফিরতে হবে। বুধবার (১৮ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

বুধবার (১৮ মার্চ) হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা ফিরে যেতে পারবেন। তবে ভারতে ভ্রমণকারী নাগরিকদেরও (ভারতীয়) স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ১৮ মার্চ থেকে তারা ফিরতে পারবেন।

বাংলাদেশ থেকে ভারতে স্পাইস জেট, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফিরতে পারবেন তারা। এছাড়া বিভিন্ন স্থলবন্দরের সীমান্ত দিয়েও ফিরতে পারবেন।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বব্যাপী দুই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ৮ হাজারের বেশি মানুষের।

বাংলাদেশে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। দেশে এখন পর্যন্ত ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত হয়েছে তিনজন। এর মধ্যে দুজন ইতালিফেরত, অন্যজন কুয়েত থেকে এসেছেন।

জেপি/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।