কোয়ারেন্টাইনে না গিয়ে বিয়ে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৭ পিএম, ১৮ মার্চ ২০২০

ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন গলফ ক্লাবে আমেরিকা প্রবাসী এক ব্যবসায়ীর বিয়ের আসরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে বিয়ের আসরে বর-কনে কাউকে পাওয়া যায়নি। পরে অতিথিদের দ্রুত অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় গুলশানের এসিল্যান্ড ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসিল্যান্ড ইশতিয়াক আহমেদ জাগো নিউজকে বলেন, বিদেশফেরত প্রবাসীকে পরিবারের পক্ষ থেকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

তিনি বলেন, একজন আমেরিকা প্রবাসীর দেশে ফিরে কোয়ারেন্টাইনে না গিয়ে বিয়ের আসরে যাওয়ার সংবাদের ভিত্তিতে আমরা গলফ ক্লাবে তার বিয়ের অনুষ্ঠানে অভিযান পরিচালনা করি। সেখানে বর-কনে কাউকে পাওয়া যায়নি। পরে বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের বের করে দিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৩ মার্চ আমেরিকা থেকে ওই ব্যবসায়ী দেশে আসেন। পূর্বনির্ধারিত তার বিয়ের অনুষ্ঠান গলফ ক্লাবে আয়োজন করা হয়। এ অভিযানে স্বাস্থ্য অধিদফতর ও পুলিশ সহযোগিতা করে।

এমএইচএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।