করোনা : এক মাসের বাড়িভাড়া মওকুফের দাবিতে রাজপথে হানিফ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ২১ মার্চ ২০২০

নভেল করোনাভাইরাসের কারণে ব্যবসা বাণিজ্যে ধস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি, দৈনিক পেশাজীবীদের কর্মহীনতায় ঢাকাসহ সারাদেশের বাড়িওয়ালা ও সরকারের প্রতি একমাসের বাড়িভাড়া মওকুফের দাবি জানিয়েছেন হানিফ বাংলাদেশি নামে এক ব্যক্তি।

শনিবার জাতীয় প্রেস ক্লাব এলাকায় একটি ব্যানার হাতে নিয়ে একাই এই দাবির কথা লিখে ওই এলাকায় ঘুরতে থাকেন। ব্যানারে তিনি লিখেছেন, ‘সরকার ও বাড়িওয়ালাদের কাছে মানবিক আবেদন, এক মাসের বাড়িভাড়া মওকুফ করুন।’

হানিফ বাংলাদেশি নিজেকে বাংলাদেশ যুব পরিষদ এবং ভোটাধিকার আন্দোলন নামক সংগঠনের আহ্বায়ক দাবি করেন।

হানিফ বাংলাদেশি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সারাবিশ্বে লকডাউন চলছে। লকডাউনের কারণে বৈশ্বিক অর্থনীতি ভেঙে পড়েছে। আমাদের দেশে শিবচর ব্যতীত কোথাও সরকারিভাবে লকডাউনের ঘোষণা করা না হলেও পরিস্থিতি অনেকটাই সে রকম।

তিনি বলেন, ইতোমধ্যে ছোট ব্যবসায়ী, দৈনিক পেশাজীবীরা কর্মহীন হয়ে পড়েছে। এ অবস্থায় তাদের পক্ষে দৈনন্দিন ব্যয় নির্বাহ করা খুবই কঠিন। তাই সরকার ও বাড়িওয়ালাদের প্রতি আমার আবেদন থাকবে, মানবিক দিক বিবেচনা করে অন্তত এক মাসের ভাড়া যেন ভাড়াটিয়াদের কাছে নেয়া না হয়। একই সঙ্গে যারা চাকরিচ্যুত হয়েছেন, কর্মহীন হয়ে পড়েছেন, ছোট ব্যবসায়ী তাদের সরকারিভাবে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। সারা বিশ্বে বিভিন্ন দেশ তাদের অর্থনীতিকে বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, আমাদের সরকারকেও আগেভাগে পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করি।

এএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।