পরিকল্পনা মন্ত্রণালয়ে দর্শনার্থী প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২২ মার্চ ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরিকল্পনা মন্ত্রণালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি এই নির্দেশনা দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রবেশের মূল ফটকের সামনে নির্দেশনা সাঁটিয়ে দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছ, ‘করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে সাক্ষাৎপ্রার্থী ও দর্শনার্থীদের প্রবেশ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।’

এ নির্দেশের ফলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

jagonews24

করোনাভাইরাসের বিস্তার রোধ করতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। চারটি দেশ বাদে সব দেশের বিমান আসা ও স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশও বন্ধ করে দিয়েছে সরকার। জমায়েত ও গণপরিবহন এড়িয়ে চলতেও বলা হচ্ছে। এছাড়া করোনার বিস্তার রোধে সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থাকতে বলছে সরকার। সোমবারের (২৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠকও বাতিল করে দেয়া হয়েছে। তবে সরকারি অফিসগুলো খোলা রেখেছে সরকার।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। ফলে ভাইরাসটিতে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ জন।

এছাড়া সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন, ফলে মোট সুস্থ হয়েছেন ৫ জন। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। অর্থাৎ করোনায় দেশে মৃতের সংখ্যা এখন পর্যন্ত দুজন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

পিডি/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।