করোনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে জুম বাংলাদেশ
করোনাভাইরাসের বিস্তাররোধে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে জুম বাংলাদেশ ফাউন্ডেশন। পথশিশু ও বস্তিবাসীদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, টিস্যু, খাবার স্যালাইন ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেছে সংগঠনটি।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় জুম বাংলাদেশ স্কুলের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এসটি শাহিন বলেন, এই সংকটময় মুহূর্তে মানুষের মাঝে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি সমাজের নিম্ন আয়ের মানুষ, পথশিশু, বস্তিবাসীদের পাশে দাঁড়ানোর।
তিনি বলেন, আমরা ঢাকা ও গাইবান্ধায় কয়েক হাজার মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, টিস্যু, খাবার স্যালাইন, হ্যান্ড গ্লাব্স ইত্যাদি বিতরণ করছি।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদ হোসাইন দিপু, সভাপতি রুহুল আমিন সেলিম, জিটিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ, আলোকিত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মিজান রহমান ও প্রধান সমন্বয়ক রাজিব সরকার, সমন্বয়ক নাইম আহমেদ, সাহাদাত উল্যা, মো. সাদেকুল ইসলাম, সোহাগ প্রমুখ।
জুম বাংলাদেশ স্কুল একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে।
এইচএস/বিএ/এমকেএইচ