তরুণদের মাঝে এনএফএসের করোনা প্রতিরোধক বিতরণ
প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস নিয়ে তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।
গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে সংগঠনের বন্ধু ও তরুণদের মাঝে এগুলো বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা।
করোনা প্রতিরোধক বিতরণের সময় সভাপতি রাহাত হুসাইন বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করার আগেই আমাদের তরুণদের সচেতন হতে হবে। বিভিন্ন স্থানের আড্ডাবাজি বন্ধ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হওয়াই ভালো। সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও বলেন, করোনাভাইরাস সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। করোনাভাইরাসের বিষয়ে সচেতনতা বাড়াতে অনলাইন ক্যাম্পেইন করতে হবে। ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির বন্ধুরা করোনাভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য অনলাইন ক্যাম্পেইনও করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির মহাসচিব ইমরান হোসাইন, সাবেক সহ-সভাপতি আশিকুল ইসলাম আশিক, শেখ নাসির, যুগ্মসচিব রাশেদ আল মামুন, সদস্য সাদিক ভিস্তি, সোহেল প্রমুখ।
এইউএ/এমএফ/এমএস