ভিডিও কনফারেন্সে দাপ্তরিক মিটিং করল পানিসম্পদ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৩ মার্চ ২০২০

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম দাপ্তরিক মিটিং করল পানিসম্পদ মন্ত্রণালয়। করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে জনসমাগম এড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার বেলা ১১টায় পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ারের উদ্যোগে নিজ অফিসকক্ষে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বিষয়ে মন্ত্রণালয়াধীন একাধিক সংস্থার সঙ্গে এই অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই বিষয়ে কবির বিন আনোয়ার বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম ও সংক্রমণ এড়াতে আমরাই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং করার সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রণালয়াধীন অধিদফতরগুলোর সঙ্গে আজকে আরও একাধিক জরুরি মিটিং রয়েছে যা ভিডিও কনফারেন্সেই অনুষ্ঠিত হবে।’

পানিসম্পদ সচিব আরও বলেন, গত ২২ মার্চ ছিল বিশ্ব পানি দিবস। দিবসটি যথাযথভাবে উদযাপনে আমাদের সবরকম প্রস্তুতি থাকা সত্ত্বেও বিদ্যমান সঙ্কটের জন্য সব উদযাপন কার্যক্রম স্থগিত করেছি। বিদ্যমান সঙ্কট উত্তরণ পর্যন্ত আমরা আন্তঃসম্পর্কিত সভাগুলো এভাবেই পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি।

ভিডিও কনফারেন্সে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ইনস্টিটিউট অব ওয়াটার মডিউলিং এবং সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) কর্মকর্তারা স্ব স্ব দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংয়ে অংশগ্রহণ করেন। এ সময় বাপাউবো’র মহাপরিচালক এ এম আমিনুল হক, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মোতাহের হোসেন, ইনস্টিটিউট অব ওয়াটার মডিউলিংয়ের নির্বাহী পরিচালক আবু সালেহ খান, সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক মালিক ফিদা খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন।

আরএমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।