করোনায় ৩ হাসপাতালে সেবা পাবেন বিদেশি কূটনীতিকরা

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৪ মার্চ ২০২০

বাংলাদেশে থাকা কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের জন্য তিনটি হাসপাতাল সুনির্দিষ্ট করেছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি সব বিদেশি মিশনে পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশে থাকা সব কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত সদস্যদের জন্য তিনটি হাসপাতাল সুনির্দিষ্ট করে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসপাতাল তিনটি হলো- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, উত্তরার রিজেন্ট হাসপাতাল লিমিটেড এবং বসুন্ধরার অ্যাপোলো হাসপাতাল।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নতুন আইসোলেশন ইউনিটে কূটনীতিকদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে আইসিইউ সুবিধাসহ আটটি কেবিন তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। উত্তরার রিজেন্ট হাসপাতালে কূটনীতিকদের জন্য আইসিইউ সুবিধাসহ ১৫ বেড বিশিষ্ট একটি ফ্লোর সুনির্দিষ্ট করা হয়েছে। অ্যাপোলো হাসপাতালে তাদের জন্য আইসিইউ সুবিধাসহ আটটি বেড নির্ধারণ করা হয়েছে।

এছাড়া কোনো কূটনীতিক বা আন্তর্জাতিক সংস্থায় কর্মরত সদস্য করোনাভাইরাস পরীক্ষা করাতে চান, তবে আইইডিসিআর’র একটি ফোন নম্বর তাদের দেয়া হয়েছে। সেখানে ফোন করে অনুরোধ করলে বাসস্থানে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করবে আইইডিসিআর কর্তৃপক্ষ।

জেপি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।