হ্যান্ড-স্যানিটাইজার গ্লাভস মাস্ক কিনতে ভিড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৪ মার্চ ২০২০

বিশ্বজুড়ে এখন সবেচেয়ে বড় চিন্তার নাম করোনা ভাইরাস। মোটামুটি ৩ মাসে ১৭ হাজারের বেশি প্রাণ নিয়েছে এই ভাইরাস। এখনও ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে জোর দেয়া হচ্ছে বার বার সাবান দিয়ে হাত ধোয়া, নাকে-মুখে-চোখে হাত না দেয়া ও ভিড় এড়িয়ে চলার জন্য। এ ভাইরাসে সংক্রমিত হলে চিকিৎসা কী হবে তা এখনও জানা যায়নি। ফলে এ ভাইরাস থেকে বাঁচতে হাত মুখ জীবাণুমক্ত রাখার বিকল্প নেই।

আর এ জন্য গত কয়েকদিন ধরেই বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব হ্যান্ড ওয়াশ ও মাস্ক-গ্লাভস কিনতে ফার্মেসি ও দোকানগুলোতে ভিড় জমাচ্ছে মানুষ। ভিড় এড়াতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে। এছাড়াও নেয়া হয়েছে নানা রকম উদ্যোগ।

pharmacy-(1)

সোমবার ও মঙ্গলবার রাজধানীর গুলিস্তান, পল্টন ও শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন দোকান ও ফার্মেসিতে দেখা গেছে বেশ ভিড়, সেখানে অন্য যেকোনো কিছু চেয়ে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব, হ্যান্ড ওয়াশ ও মাস্ক-গ্লাভসের চাহিদা বেশি। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডাক্তার এসোশিয়েশন বিএমএ মার্কেটের দোকানগুলো এবং তার সামনের ফুটপাতেও প্রচুর ক্রেতা দেখা গেছে।

আর হঠাৎচাহিদা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এসব জিনিসের দামও বেড়ে গেছে। অভিযোগ রয়েছে যে গ্লাভসের দাম ছিল ৪০০ টাকা প্যাকেট তা এখন গিয়ে ঠেকেছে ৬০০ টাকায়। আর হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড রাব তো পাচ্ছেনই বা বেশিরভাগ ক্রেতা। দাম বেশি রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানাও করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এফএইচ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।