বাড়ি ফিরতে মহাখালীতে হুড়োহুড়ি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৫ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে রাজধানী ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়ি যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও আজ মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে অনেক ভিড় দেখা গেছে।

বুধবার বিকেল ৩টা পর্যন্ত টার্মিনাল থেকে বাস ছাড়তে পারবে, এই ঘোষণা শোনার পর সেখানে হুড়োহুড়ি লেগে যায়। বিকেল ৩টার আগে অনেকগুলো বাস একসঙ্গে বের হতে থাকে। সেগুলো রাস্তা দখল করে। ফলে মহাখালী-সাতরাস্তামুখী রাস্তায় যানজট লেগে যায়। অথচ রাজধানীর অন্য রাস্তাগুলোতে যান চলাচল খুবই কম। গণপরিবহন ছিল হাতেগোনা কয়েকটি।

সেখান থেকে ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রামগামী বাস কাউন্টারগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। এ সুযোগে ভাড়াও বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন যাত্রী।

Mohakhali-3.jpg

সেখানে হাত ধোয়ার জন্য তিনটি অস্থায়ী বেসিন ও কাপড় কাচার সাবান রয়েছে। কিন্তু হাত ধোয়ার সময়ই নেই কারও। পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাপড় দিয়ে সেলাই করা মাস্ক বিতরণ করলেও অল্প কিছুক্ষণ সময়েই তা শেষ হয়ে যায়।

জামালপুরগামী রাজিবের যাত্রী মো. নুরু বলেন, ‘যাত্রীদের চাপ দেখে ১০০ টাকা বেশি নেয়া হচ্ছে।’

তবে ময়মনসিংহগামী এনা পরিবহনের যাত্রীরা জানান, তারা আগের মূল্যেই যেতে পারছেন।

ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস ট্রান্সপোর্ট কাউন্টারের যাত্রী মোবারক হোসেন বলেন, ‘কাজকাম সব বন্ধ। ঢাকায় থাকলে না খেয়ে মরতে হবে। তাই বাড়িতে যাচ্ছি।’

Mohakhali-3.jpg

করোনা থেকে সুরক্ষার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন সেন্টার ফর জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের প্রিন্সিপাল ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কয়েকজন সেখানে বিনামূল্যে বিভিন্ন সামগ্রী বিলি করছিলেন।

তিনি জাগো নিউজকে বলেন, আমরা প্রায় চারশ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিভিন্ন পথচারী এবং গরিব যারা আছেন তাদের মধ্যে বিতরণ করছি। আমরা রাজধানীর চারটি স্থান, গাবতলী, মহাখালী, ফার্মগেট ও কারওয়ান বাজারে এসব বিলি করছি।

এইচএস/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।