চিকিৎসা সরঞ্জামবাহী চীনের বিশেষ বিমান শাহজালালে
করোনাভাইরাস মোকাবিলায় সহায়ক চিকিৎসা সরঞ্জামবাহীসহ চীনের বিশেষ বিমানটি ইতোমধ্যেই অবতরণ করেছে। স্বাধীনতা দিবসের দিন (২৬ মার্চ) বিকেলে সেগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এই কনসাইনমেন্টে ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং, এক হাজার ইনফারেট থার্মোমিটার আছে বলে জানা গেছে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ সহায়তা নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়ালং।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কাছে এসব স্বাস্থ্য সরঞ্জাম হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জাগো নিউজকে জানান, কোভিড-১৯ বা করোনাভাইরাসের সঙ্গে লড়তে স্বাধীনতা দিবসে চীন থেকে আসছ চীনের বিশেষ উপহার। এই কনসাইনমেন্ট ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং, এক হাজার ইনফারেট ফার্মোমিটার আসছে বলে জানান তিনি।
ড. মোমেন বলেন, চীন সরকারের উপহার হিসেবে স্বাধীনতা দিবসে এসব চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছবে।
চীন ১৫ হাজার সার্জিকাল রেস্পিরেটর যাকে এন-৯৫ মাস্কও উপহার দেবে বলে জানান মন্ত্রী।
এর আগে ফেব্রুয়ারি মাসে চীন বাংলাদেশকে উন্নত প্রযুক্তির ৫০০ করোনাভাইরাস শনাক্তকরণ কিট উপহার দেয়।
জেপি/এসএইচএস/জেআইএম