নিম্নবিত্তদের খাবার পৌঁছে দেবে ডিএনসিসি
করোনাভাইরাসের কারণে ঘরে থাকা নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান। স্ট্যাটাসের সঙ্গে খাদ্য সামগ্রীর কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি।
আতিকুল লেখেন, ‘করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরে থাকার বিকল্প নেই। কিন্তু ঘরে অবস্থানের কারণে রাজধানীর নিম্নবিত্ত এবং শ্রমজীবী মানুষের খাদ্যপণ্যের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য এগিয়ে এসেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।’
‘মেয়র আতিকুল ইসলাম এবং স্বেচ্ছাসেবী সংস্থা বিডি ক্লিনের যৌথ উদ্যোগে নিম্নবিত্ত মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে বিনামূল্যে চাল, ডাল, তেল, আলু ও হুইল সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।’
‘আমরা প্রত্যাশা রাখি, করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব থাকুক কিন্তু মানবিক দূরত্ব যেন এইভাবে ঘুচে যায়।’
এইচএস/এএইচ/এমকেএইচ