ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ছাড়তে বলেছে হাইকমিশন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৭ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত ব্রিটেনের নাগরিকদের স্বদেশে ফিরে যাওয়ার উপদেশ দিয়েছে ঢাকায় দেশটির হাইকমিশন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে হাইকমিশনের ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ উপদেশ দেয়া হয়।

এতে বলা হয়, ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারের বিমান ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি।

করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্য ও চীন ছাড়া সব দেশ থেকেই বাংলাদেশে ফ্লাইট আসা বন্ধ হয়ে গেছে। ভাইরাসের বিস্তাররোধে বেশিরভাগ দেশ থেকে ফ্লাইট আসা বন্ধ করে দেয় ঢাকা কর্তৃপক্ষই।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে এর পরীক্ষা ও চিকিৎসা নিয়ে উদ্বেগ বেড়েছে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়তে শুরু করেছেন তারা

গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের আক্রমণে কাঁপছে। সবশেষ হিসাবে, করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। মারা গেছেন ২৪ হাজারেরও বেশি মানুষ।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম চিহ্নিত হয়েছে গত ৮ মার্চ। দিন দিন এ সংক্রমণের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। এর মধ্যে মারা গেছেন ৫ জন।

এইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।