মোবাইলে সেবা পাবেন যে চিকিৎসকদের কাছ থেকে
করোনাভাইরাসের কারণে দেশের এই ক্রান্তিলগ্নে প্রয়োজনবোধে বিশেষজ্ঞ চিকিৎকদের কাছ থেকে টেলিসেবা নেয়ার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এজন্য ওই চিকিৎসকদের মোবাইল নম্বরসহ তালিকা প্রকাশ করেছে দলটি।
এ বিষয়ে শুক্রবার (২৭ মার্চ) রাতে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কোনো কারণে ফোনকলে যোগাযোগে ব্যর্থ হলে মোবাইল মেসেজে নিজের পরিচয় প্রকাশের মাধ্যমে ওই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলো।
সেই চিকিৎসকদের তালিকা দেখতে ক্লিক করুন
চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। মারা গেছেন সাড়ে ২৪ হাজারেরও বেশি মানুষ। বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ জন, মারা গেছেন ৫ জন।
এ ভাইরাসের বিস্তাররোধে সারাদেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জনগণকে ঘরে রাখার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনীও। এর মধ্যেই অনেকের প্রয়োজন বিবেচনায় নিয়ে চিকিৎসকদের এ তালিকা দিলো আওয়ামী লীগ।
এফএইচএস/ এইচএ/পিআর