নাখালপাড়ায় দরিদ্র পরিবারের মাঝে হ্যান্ডওয়াশ-মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৭ মার্চ ২০২০

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকার ২০০ দরিদ্র পরিবারের মাঝে হ্যান্ডওয়াশ, মাস্ক ও সাবান বিতরণ করেছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে পাঠাগারের পক্ষ থেকে এ সব বিতরণ কর হয়।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের সভাপতি আলী মো. আবু নাঈম জানান, এটি ছিল বিতরণের চতুর্থ দিন। এগুলো তারা নিজেরা তৈরি করে বিতরণ করছেন।

musk-1

এগুলো তৈরি ও বিতরণ কাজে সহযোগিতা করেছেন- পাঠাগারের সদস্য সামিয়া জামিন, জাহাঙ্গীর আলম সম্রাট, মো. আরিফ, লোকমান, স্বাধীন ও রুবেল।

এ সবের পাশাপাশি পাঠাগরের উদ্যোগে নাখালপাড়ায় ব্লিচিং পাউডার দিয়ে বানানো জীবাণুনাশক স্প্রে করা হয়। হ্যান্ডওয়াশ বানানো ও বিতরণ আগামীকাল শনিবার পর্যন্ত চলবে।

পিডি/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।