আমার ছাত্র ভালো আছে তো?
‘আসসালামু আলাইকুম, আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে সাদমানের ক্লাস টিচার বলছিলাম। ও ভালো আছে তো? আপনারা সবাই ভালো আছেন তো? বর্তমান করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির এমন বিরূপ পরিস্থিতিতে সুস্থ থাকার কথাটাই আগে ভাবতে হবে। পাশাপাশি পড়াশোনাটা অল্প করে চালাতে হবে। আগামীকাল (রোববার) থেকে টেলিভিশনে ভিডিও ক্লাস শুরু হবে। এ ছাড়া স্কুলের ওয়েবসাইটে লগইন করে আমাদের দেয়া হোমওয়ার্কটাও দেখে দিতে পারবে। বাড়িতে থাকুন সুস্থ থাকুন।’
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সাদমানের বাবা তার সন্তানের শিক্ষকের এই কথা জানান।
তিনি বলেন, ‘স্কুলের শিক্ষকরা আমার ছেলে কেমন আছে তা জানতে চাওয়ায় খুব ভালো লাগল। এ ছাড়া স্কুলে না গিয়ে সরকারের উদ্যোগে টেলিভিশনে ভিডিওর মাধ্যমে ক্লাস নেয়া এবং ডিজিটাল প্রযুক্তিতে স্কুলের ওয়েবসাইটে গিয়ে হোমওয়ার্ক দেখে পড়াশোনা চালানো যাবে, বিষয়টি আমাকে অভিভূত করেছে।’
তিনি সরকারের উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলে নয়, রাজধানীর অন্যান্য মাধ্যমিক স্কুলের শিক্ষকও করোনাভাইরাস পরিস্থিতিতে তাদের শিক্ষার্থীরা কেমন আছেন তা জানতে চেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করছেন। বর্তমান পরিস্থিতিতে পড়াশোনাটাও কীভাবে চালিয়ে নেয়া যায়, সে ব্যাপারে পরামর্শ দিচ্ছেন।
রোববার (২৯ মার্চ) থেকে ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে ছুটির সময়ে শিক্ষার্থীদের ঘাটতি পূরণে আগামী ২ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। তবে ছুটি বাড়লে শ্রেণি কার্যক্রম (ক্লাস) ২ এপ্রিলের পরও চালানো হতে পারে বলে জানা গেছে।
এমইউ/জেডএ/জেআইএম